বিভাগের নাম : কমিউনিটি মেডিসিন বিভাগ
সংক্ষিপ্ত বিবরন : কমিউনিটি মেডিসিন এবং পাবলিক হেলথ শহীদ সোহরাওয়াদী মেডিকেল কলেজের তৃতীয় ফেজের অন্ত©ভূক্ত একটি প্যারা ক্লিনিক্যাল বিষয়, তৃতীয় পযা©য়ের এই চিকিrসা শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান শেরে বাংলা নগর ঢাকায়, যা কিনা গণভবন, রেসিডেনসিয়াল মডেল স্কুল ও কলেজ এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের খুবই নিকটে ।
এই বিভাগ এম.বি.বি.এস এ অধ্যায়নরত ছাত্রছাত্রীদের মান সম্মত চিকিrসা শিক্ষা দিচ্ছে । বিভাগে পরিচালিত বিভিন্ন শিক্ষা কায©ক্রমের মধ্যে রয়েছে লেকচার দেওয়া, টিউটেরিয়াল ক্লাস নেওয়া ব্যবহারিক ক্লাস নেওয়া, পেশাগত পরীক্ষা পরিচালনা করা, এবং কমিউনিটি সম্পৃক্ত চিকিrসা শিক্ষা প্রোগ্রাম পরিচালনা করা যার মধ্যে আছে, মাঠ পযা©য়ে বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠান পরিদশ©ন, মাঠ পযা©য়ের আবাসিক প্রশিক্ষন এবং শিক্ষা সফর পরিচালনা ইত্যাদি । এছাড়া অন্যান্য কাযক্রমের মধ্যে আছে জাণা©ল ক্লাব ও ক্লিনিক্যাল মিটিং এর আয়োজন এবং অংশগ্রহন করা। সি এম ই (CME) প্রোগ্রাম এর আয়োজন ও অংশগ্রহনকারী হিসাবে অংশগ্রহন,এছাড়া উধ্ব©তন কতৃ©পক্ষের নিদে©শে বিভিন্ন প্রশিক্ষণ,ওয়াক©সপে অংশগ্রহণও আয়োজন করা ।
কমিউনিটি মেডিসিন এবং পাবলিক হেলথ এই বিষয়টি বত©মানে এম.বি.বি.এস কারিকুলাম এর তৃতীয় ধাপের অধ্যায়নরত একটি বিষয়। যা এই ধাপে প্যাথলজি ও মাইক্রোবায়োরজি বিষয়ের সাথে পড়ানো হচ্ছে,।বত©মান কারিকুলামে এই বিষয়টির মোট অধ্যায়নকাল ১বছর। বছর শেষে তৃতীয় পেশাগত এম.বি.বি.এস.পরীক্ষায় এই বিষয়ে মোট ৩০০ নম্বরেরে পরীক্ষা অনুষ্ঠিত হয় (লিখিত ১০০ নম্বর, মৌখিক ১০০, নম্বর ও ব্যাবহারিক১০০ নম্বর)। পাশ নম্বর মোট ৬০ শতাংশ। এই বিষয়টি অধ্যয়নের মূখ্য উদেশ্য হচ্ছে ছাত্রছাত্রীদের এমন ভাবে চিকিrসা শিক্ষায় শিক্ষিত করা যাতে তারা কমিউনিটির স্বাস্থ্য বিষয়ক প্রয়োজনীয়তা পূরণ করতে পারে ।
অন্যান্য বিশেষ উদ্দেশ্য গুলো যা কমিউনিটি মেডিসিন এবং পাবলিক হেলথ বিষয়টি অধ্যায়ন শেষে ছাত্রছাত্রীরা পূরণ করতে সক্ষম হবে :
ছবি | নাম | পদবি |
---|---|---|
![]() |
অধ্যাপক ডা: সৈয়দা আরা সুলতানা আযম | অধ্যাপকও বিভাগীয় প্রধান |
ছবি | নাম | পদবি |
---|---|---|
![]() |
ডা: মহিবুন নাহার | সহযোগী অধ্যাপক |
![]() |
অধ্যাপক ডা: সৈয়দা আরা সুলতানা আযম | অধ্যাপকও বিভাগীয় প্রধান |